
ভারতবর্ষ বুদ্ধ পূর্ণিমার রাতে

হে ভারতবর্ষ
ব্রাহ্মণ পুরোহিতরা
এক জোট হয়েছে
দক্ষিণ হস্তে শ্বেত করবী
ও বাম হস্তে খেজুর নিয়ে
যজ্ঞ শুরু করেছে
তোমার দিবা নিদ্রায়
তোমাকে শান্তি দেবে না
মানচিত্রের উপর দাঁড়িয়ে
পুরোহিতরা চিৎকার করছে
ওদের ক্রিয়া রম্ভার সাথে
ব্রাহ্মণ পুত্র চায় যার
মাথায় রম্ভার শেষ আর্দ্রতার
গন্ধ থাকবে
ওরা ব্রাহ্মণ কন্যাও চায়
দামিনী গমনে কামিনী থাকবে
ও ব্রাহ্মণ সন্তানের জন্ম দেবে
ওদের দম্ভে ব্রাহ্মণ ছাড়া
দলছুট নমশূদ্র
দলছুট খণ্ডিত
পুরুষ বা মহিলারা থাকবে
বলিদানে বা রতিতে
ওদেরই প্রয়োজনে
হে ভারতবর্ষ
তুমি আমারও দেশ
তুমি দশরথ নগরী নয়
অব্রাহ্মণ, নমশূদ্র ও
খণ্ডিত মানুষদের
কাছে নেমে এসো
সাধারণ পোশাকে
শ্বেত করবীর রেণুর আর্দ্রতা
ছেড়ে
সূর্যের দিকে না তাকিয়ে
মুখ তুলে তাকাতে
পারো আমাদেরই দিকে
একবার তাকাতে পারো
আমাদের দিকে
যাদের শ্যামলী ক্রিয়া থেকে
জন্ম নেবে খণ্ডিতরা
তোমার ওই সুদূর প্রান্তরে
তাদের দম্ভে থাকবে
রতিতে থাকবে
ভারতবর্ষ
বুদ্ধ পূর্ণিমার রাতে।
9/5/2025
Amitava Mukherjee
Copyright @ Amitava Mukherjee
ফুটে উঠছে পৌরাণিক চরিত্র কাহিনীর মতই, অসামান্য অবদানের জন্য ধন্যবাদ আপনার শক্তিশালী লেখনীকে
Thank you for your comments!
Excellent
Thank you for your appreciation!
Please refer to other people if you liked it.
Please refer to other people if you liked it.