
অহল্যা আর অহনা
(১)
অহল্যা আর অহনা
দুটো ক্ষত
আধুনা-দ্যাশের পিঠে
তাই নিয়ে পদ্য–
(২)
আমি দাঁড়িয়ে আছি দূরে
তুমি আছো
আরও কাছে
স্বভাবতঃ
ঘটনার
আকস্মিকতায়
কথা শেষ
অতঃপর
আমাদের কলরব
ওঠে আসে
ইস্তাহারে
স্বাভাবিকভাবে
আমরা
পরিজনদের মতো
ইতস্তত
সময়ের সাথে ভুলেই যাবো
আমরা দাঁড়িয়েছিলাম
তাদেরই কাছে বা দূরে—
(৩)
অহল্যা আর অহনার
ক্ষত দুটো ডানা
জুড়ে দিয়েছি
হতভাগা তোমারি পিঠে
তোমার নীরবতায় একটি
ছুরি ছিল
তা হাতে নিয়ে
নিঃশব্দে
অহল্যা আর অহনার
পাঁজরের মধ্যবর্তী স্থানে
ঠেলে দিয়েছো পছন্দমতো–
নিজের চারপাশে ঢাল
ধরে রাখার জন্য–
অহল্যা আর অহনার শরীরে
শারীরিক ক্ষত বেঁকানো ধনুকের
তা তোমারই
শুধুমাত্র চেষ্টা ছিল
নিজেকে বাঁচাতে–
(৪)
আমি-তুমি সততই লজ্জিত
ঢাকা যায়নি লজ্জিত লজ্জা
অহল্যা আর অহনার
লজ্জা ঢাকার
আবরণ নিয়ে
টানাটানি
তাদের আর ওদের মধ্যে
রোদ-বৃষ্টি সকালে
লজ্জা ঢাকতে পারেনি
পাংক্তেয় শরীর-দ্বয়ের
সূর্য মণ্ডলে ক্ষত ডানা দিয়ে
জটায়ু আকাশ ঢাকে
অন্ধকারের আবরণ টানে
অহল্যা আর অহনার উপর
আমি-তুমি লজ্জিত সাময়িক
ক্ষত দুটো ডানার জন্য—
(৫)
অনুর্বর বর্ষাকালীন মাঠে
সাধারণ পোশাক পরা
অহল্যা আর অহনা
দাঁড়িয়ে আছে
তাদের প্রিয়জনের নাম
ধরে কাঁদছে
শূন্য আকাশে পাখিদের মতো
তাদের নীরব কান্না সবাইয়ের জন্য
সবাইয়ের কান্না তাদের জন্য নিভৃতে
বর্ষাকালীন অপ্রাসঙ্গিক মাঠে দাঁড়িয়ে…
দুঃখ নিয়ে মাঠ বোনা হয়
ক্ষত নিয়ে চিরকাল
এই মাঠেই থাকতে চায়
অহল্যা আর অহনার
কান্না
বাতাসই নিজের মধ্যে ধরে রাখে।
25/7/2023
Amitava Mukherjee
Copyright@ Amitava Mukherjee
No Comment! Be the first one.