
এই ইমেইল আজই পড়বে
প্রিয় নীল,
তুমি ডিনারে আজ এসো, আমার বাড়ীতে–
সাথে নিয়ে এসো তোমার যা আছে, আপাতত এইবারে—
তোমার উন্মেষ—
তোমার বিশ্বাস—
তোমার প্রভাব—
তোমার অভিপ্রায়—
তোমার আচরণবিধি—
তোমার অঙ্গীকার—
তোমার সহন—
তোমার স্বচ্ছতা—
তোমার স্নিগ্ধতা—
তোমার জোর—
তোমার উৎকর্ষতা—
তোমার উপযোজন—
আর যা কিছু মনে হয়–
আজকের ডিনারে শেষ মুখমুখী দেখা।
আর কথা বলা।
আমারও যা যা ছিল তা’ নিয়ে-ও।
আমি অপেক্ষায় থাকব।
কাল কোর্টে রায় বেরোবে।
পরশু আমি দেশ-ও ছাড়ছি।
তোমার এষানা। শেষবার।
24/4/2023
Amitava Mukherjee
Copyright @ Amitava Mukherjee
No Comment! Be the first one.