
দ্বার খুলিয়া দিয়াছে
মনের কথা (মনোলগ)

তুমি চাহিয়াছ দেখিবে
আমারে
আমারই অন্দরে ডুবন
চাহিয়াছ
আমারে চিনিবে
হস্তের
পৃষ্টদেশের শিরা-উপশিরা
নখের মতো
আমাকে বুঝিবে
আঙুলের
নানা মিতালিতে আর
আঙুলের বন্ধনে
আমি চাহিয়াছি
কথা বলিবার
ছল
রসিকতা
তামাশা
আত্নাভিমান
তোমারই সথে
তোমাকে চালনা
করিবার
আমার ঠিক ঠিক প্রন্থাগুলি
তুমিই জানিবে
আমি সেই সুন্দরী কাদম্বরী
তুমি আমাকে
কালো সুচালো হিলের
জুতা পড়াইয়া দিয়া
শুইয়া দিবে বিছানার উপরে
আমার দুই পা দুইদিকে
ছড়াইয়া দিবে
যখন শেষ কিঞ্চিত
বস্ত্র খুলিয়া লইবে
উন্মুক্ত হইয়া যাইব
শরীরের কাঙ্ক্ষিত
পূজনীয় প্রেক্ষাপট দৃশ্যত হইবে
আমি চাহিয়াছি
তুমি আমারই
ঘরে মখমল মোড়ানো
আরাম কেদারায় বসিয়া
ঐ সন্ন্যাসীর মতো
দুই চক্ষু মেলিয়া আমাকে
নজর করিবে
আমি নিজেকেই স্পর্শ করিতেছি
কামনায়
স্পর্শে স্পন্দিত চমক
আমারই গভীরে
আমারই
শরীরের তিমিরে
কাঙ্ক্ষিত
প্রেক্ষাপটের অন্দরে
শিশির বিন্দু জমিয়া জমিয়া যে
আর্দ্রতা তৈরি করিবে
সেই আর্দ্রতা তুমি চাক্ষুষ
করিয়া
ধীরে ধীরে নিজেকে পূজারি
করিয়া তুলিয়াছ
আমার জন্য তুমি পূজারী হইয়াছ
আমি বুঝিয়াছি আমার
শ্বাস প্রশ্বাস
কালাপাহাড়ের
কিশোরীর মতো নামিয়া
আসিতে চাহিয়াছে সমতলে
চাক্ষুষ করিতেছ আঙুলের
নানা মিতালি পূজনীয় অন্দরে
বাতাসে বরফ ছড়িয়া যায়
বাহিরের প্রান্তর
সাদা হইয়া যায় নিশি অন্ধকারে
আমার
ধবধবে সাদা উন্মুক্ত পিঠ
আলতো গোলাকার হইয়াছে
অপেক্ষায় রহিয়াছি আত্মসমর্পণে
আঙুলের নানা মিতালিতে
তিমির রাতের আনন্দ
আমার শিরা উপশিরা দিয়া
শরীর ছাড়িয়া
অহং ছাড়িয়া
শরীর থেকে বাহির
হইয়াছে যে আনন্দ ধারা
কালোপাহাড়ের
সেই কিশোরীর শরীরের
আনন্দধারা
আকাঙ্খিত দেবতারা অপেক্ষায়
ভজনার জন্য
আমারি কাঙ্খিত প্রেক্ষাপটে
আমার শয্যায় নিজেকে
নিজের মতো আনন্দ দিয়াছি
চোখ সরিয়া
লইতে পার নাই
সন্ন্যাসীর মতো
আমাকে চাক্ষুষ করিয়াছ
তোমাকে ডাকিয়াছি
আকুল পূজারিণীর মতো
আমার শরীরে
কালোপাহাড়ের কিশোরীর
শরীরের আকাঙ্খা বহিয়া গিয়াছে
তুমি পূজারীর মতো আমারি
কাঙ্ক্ষিত পূজনীয় প্রেক্ষাপটে
গোলাপের পাঁপড়ি ছিড়িয়া ছিড়িয়া
আমার শরীরের আনন্দ জানালা
কি খুলিয়া দিবে...
না, মখমল মোড়ানো
আরাম কেদারায়
কতক্ষণ স্থির হইয়া থাকিবে
সন্ন্যাসীর মতো?
চাঁদের সাপিনী আলোকে
আমারই সাদা উন্মুক্ত বক্ষ
আর উন্মুক্ত পৃষ্ঠদেশ
অর্ধ-গোলাকার একাকী শয়নে
আর কতক্ষণ
আরাম কেদারায় বসিয়া থাকিবে?
31/12/2024
Amitava Mukherjee
Copyright@ Amitava Mukherjee
No Comment! Be the first one.