
ফাহিমা
ফাহিমা সানন্দে
প্রতি সন্ধেতে ক্লাবে, অফিস ফেরত।
মিশতে চায়
তপেন বোস থেকে অমিত সেন।
ককটেল পার্টিতে ফাহিমা–
রেড ওয়াইন গ্লাসে।
সবাই ওর কাছে আসে
সোসালাইজে।
ওরা যখন কাছে আসে
সে জানে তাকে এড়িয়ে যেতে হলে–
তাকে হেঁটে যেতে হবে
ঠুনকো জিনিসের উপর দিয়ে–
যাতে ওর নীরবতা চুপিসারে
হারিয়ে না যায়।
ফাহিমার ছলও থাকে ওদের সাথে
মেলামেশায়, আবরক ছাড়াই–
ফাহিমা কি বা কেন, ওদের কাছে বিস্ময়
তপেন বোস থেকে অমিত সেন
ওরা এই প্রশ্ন, এই বিস্ময় নিয়ে
যে যার গাড়িতে, বেরিয়ে যায়।
ফাহিমাও গাড়িতে বসে একা
পার্টির শেষে, ফাঁকা গ্লাসের স্বস্তি নিয়ে।
12/5/2023
Amitava Mukherjee
Copyright@ Amitava Mukherjee
No Comment! Be the first one.