বৃষ্টি-বাঁশি
জল-তরী ভাসে
Alappuzha লেকে
বৃষ্টি-বাঁশি একই
সুরে বেজে চলে
ভেজা উনিফর্মে সাইকেলে
ঐ মেয়েটি স্কুলের দিকে
একই ছাতার তলায়
অনেক ছাতার নীচে
হাসি ঠাট্টায় মেয়েরা
ঐ মেয়েরাই জমা
জলে, পায়ের পাতা
ভিজিয়ে কলেজে
গাড়ি যায় জল কাটিয়ে
নামিয়ে দেয় পর্টিকোতে
বৃষ্টি-বাঁশি তানানানা
একটানা হাওয়ায় তানানা
জল-তরী ভাসে এমনিতর
বর্ষার রকমসকম এ-রকমই।
5/7/2023
Amitava Mukherjee
Copyright@ Amitava Mukherjee
No Comment! Be the first one.