
ব্ল্যাক এক্সপ্রেসো কফি
ব্ল্যাক এক্সপ্রেসো কফি
রোজ সকালে বা
যে কোনও সময়ে
তুমি ভালোবাসবে
বা দূরে সরিয়ে দেবে
তাই সে
ব্ল্যাক এক্সপ্রেসো কফি
হয়ত ভালবাসবে
নয় ত’ দূরে ঠেলে দেবে
আমি তাকেই বলি
তোমায় ভালোবাসি
বা কখন কখনো ঘৃণা করি
তোমাকে অবহেলায়
দূরে সরিয়ে দিতে পারি না
ব্ল্যাক এক্সপ্রেসো কফি
তোমায় ভালোবাসি
দূরে সরিয়ে দিতে পারি না
আর তোমাকে কোনমতে
অস্বীকারও করতে পারি না
তোমায় কেবলই ভালোবাসি
বা মন থেকে অপছন্দ করি
তোমাকে অস্বীকার করা
কোনোমতেই সম্ভব নয়
ব্ল্যাক এক্সপ্রেসো কফি
রোজই সকালে।
17/11/2023
Amitava Mukherjee
Copyright@ Amitava Mukherjee
No Comment! Be the first one.