
ভূমধ্যসাগরের তীরে দাঁড়িয়ে

ঘনাদা
তোমার আজ পর্যন্ত
দীর্ঘ জীবনে
আগে থেকে কখনোই
বুঝতে পারোনি
তোমার কোন কথা
কোথায় নিয়ে যাবে তোমায়
ঘনাদা
তবে তোমার কথার
লম্বা ঘুরন্ত লাইনে
আদর থাকতো
রাগ-ঝাঁজ থাকতো আর
প্যাঁচ থাকতো সাপের মতো
তুমি রোজই ভূমধ্যসাগরের
বীচ ধরে হাঁটতে যেতে
সন্ধে হবে হবে পর্যন্ত
তোমার কথার লাইনগুলো ছিলো
তোমারই গল্পে
চোখে পড়েছে সাদা কুকুরটা
আলেপ্পো পাইনের সবুজ শাখার
নীচে শুয়ে ছিল
আশপাশের ঘটনাগুলোকে তোয়াজ
না করে
এটা তার অস্তিত্বের ভালোলাগার একটা
দিক মাত্র
মুখের উপর লেজটিতে একরাশ
বাতাস ভরে যায়
আর চোখের ভিতরে রাগের আগুন নিয়ে
তাকিয়ে থাকে মুখ এগিয়ে দিয়ে
ছিদ্রযুক্ত কান দুটো খাঁড়া হয়ে উঠে
পাতলা ব্যারেলের মতো শরীর
কালো মোজা পড়া চারটে পা
খেলোয়াড়ের পায়ের মতো
তোমার কাছে ছুটে আসে
আর কিভাবে পৃথিবীর রঙ
পালটে যায়
ঘনাদা তা তুমি আগে থেকে বুঝতে পারোনি
ঘনাদা
তোমার মন ঠাণ্ডা ছিল
তোমার মন উত্তপ্ত হয়ে ছিল
তুমি আনন্দে তোমার
কথাগুলো খুঁজতে থাকো
তোমার মন অন্দর মহলে
ঠাণ্ডাই থাকে
হ্যাঁ, তোমারই মন
তুমি অনেক সময় নিয়েছো
তোমার সুখ ও শ্বাস-প্রশ্বাসের
থেকে বেশী সময় দিয়েছো
নিয়তিকে সময়ের সাথে
অবশেষে তোমার মন
তোমার কাছে আরেকটা কুকুরের
মতো ছুটে আসে
তার যমজ বোন
সুখ ও শ্বাস-প্রশ্বাসের সাথে
ঘনাদা তোমাকে যেতে হয়
সমুদ্রের তীর ছেড়ে
তোমার মুখ ফ্যাকাসে আকাশের
মতো
তুমি পীচ রঙের বালির উপর দাঁড়িয়ে
তাকিয়ে ছিলে সমুদ্রের দিকে
তোমার কাছে ঘনাদা ভূমধ্যসাগরের
সন্ধেটা একটা সান্ধ ফুলের
মতো ফুটে উঠে
তুমি ধীরে ধীরে তোমার
বিশাল কথার ভাণ্ডার থেকে
বেছে নিতে শুরু করেছো
সেই কথার দীর্ঘ লাইন
যে এক পাতা থেকে অন্য পাতায়
তোমার মতো সময়ের নিয়তিকে
নিয়ে রয়ে যায়
ঘনাদা তুমি আনন্দে
কাঁপতে থাকো
ভূমধ্যসাগরের তীরে দাঁড়িয়ে।
20/3/2025
Amitava Mukherjee
Copyright@ Amitava Mukherjee
Sobcheye sundor sesh lineta
Khub valo onnyorokom lekha
Thank you!