
হাইকু



কৃত্তিবাসের প্রাক পূজা সংখ্যায় প্রকাশিত হয়েছে।
লগনে
বাড়ি
নিমিত্তমাত্র, প্রজাপতি
উড়ে লগনে।
রাঙাবাবু
রাঙাবাবু
বিনোদিনীর ঘরে, টপ্পা
ধরে সে।
রাতও সাজে
দীপিকা
সাজে, রাতও সাজে
সত্যিটা কি?
সাক্ষী
পাতাগুলোই
সাক্ষী, রাত বড়ো
একাই।
ডালি
নবদেব নকুড়ের
দোকানে, ডালি ডালি
সন্দেশ, ফিটনে।
একা ঘরেতে
কথার ফোয়ারায়
হারিয়ে যায় রাত, চাঁদ
একা ঘরেতে।
জলের অনীহায়
চৈত্রের রোদে
কাপড় শুকায়, জলের
অনীহায়।
রা নেই
ঘাস ছাটে
গরমে, রা নেই, জল
বোতলে, ছায়ায়।
কাছে টানে
কাছে টানে
ঠোঁটে ঠোঁট, বৃষ্টিতে
শরীর ভেজে।
ঝড়ো হাওয়ায়
ঝড়ো হাওয়ায়
বৃষ্টির ছিটেতে মন
ডাকে, আয়।
ককটেলে
সিম্ফনিতে
মোজার্ট, কিঙ্কিণীর
সোহাগ, ককটেলে।
শাঁখের করাত
শাঁখের করাতে
বরাত কাটে, হাতে
কিছু নেই।
সন্ধে
নখ আঙুলে
মর্মস্পর্শী, ননদিনীর
সন্ধেয় রোশনাই।
চারিদিক শান্তই
ভাবেনি
ছেড়ে যেতে হবে
চারিদিক শান্তই।
ওইদিনই
বরনডালায় সাপ
ছিল, বিয়ে ভেঙেছিল
ওইদিনই।
সাতসকালে
যতীনের চা
সাতসকালে, পাড়া
কাঁপিয়ে আড্ডা।
লালবাতিতে
লালবাতিতে, গাড়ির
কাছে হাত পাতে
সাজে, দুঃখে।
সর্ষে ফুল
চোখেতে সর্ষে
ফুল, সর্ষে ফুলের
বাহার চোখেতে।
সুধা
ঠোঁটেতে রঙ
বাসি কাপড়ে সুধা,
সুধাই।
রাম নিয়ে
ঘনাদা, ব্রজ
রামের গ্লাস নিয়ে
রাম নামে।
রঙের ফোয়ারা
ননদিনীর
দালানে রঙের ফোয়ারা
কামে, রতিতে।
24/3/2025
Amitava Mukherjee
Copyright@ Amitava Mukherjee
No Comment! Be the first one.