
সজনী তোমাকেই পছন্দ করে

সজনী তোমাকেই পছন্দ করে
তারাই বলে
তোমাকে সজনী পছন্দ করে না
সে এখন আকাঙ্ক্ষার আধিক্যে
তোমাকেই পছন্দ করে
তার ইচ্ছা আড়ালে থাকে না
লুকিয়ে রাখতে পারে না তার অস্থিরতা
ঠোঁট যেভাবে কামড়ায়
তাতে বুঝিয়ে দেয়
সে আকাঙ্ক্ষী তোমাতেই
ভাবতে থাকে
ওর স্মৃতির মধ্যে
তুমি হাঁটতে থাকো সুতো ছাড়াই
তোমাকেই সজনী পছন্দ করে
যদিও তোমার দোষ, গুণগুলো
মিশে থাকে উন্মত্ত আরোহণে
যদিও তুমি থাকো নাটকে, গল্পে ও
বসন্তকালের শেষের দিকে
যদিও তোমাকে সন্দেহ বেশী করে
তোমার কাজের চেয়ে
তবুও তোমাকেই সজনী পছন্দ করে
সে জানে তোমার ভিতরে কি আছে
তাতে ওর শান্ত মেজাজ নষ্ট হয়
সে তাই পছন্দ করে
তোমাকে ভালবাসতে বাধ্য করে
সে নিজেই
তোমার সঙ্গে খারাপ ব্যবহারের
সামঞ্জস্য রেখে
তোমাকে সজনী পছন্দ করে
তোমার হাসির কলরবে
যখন শান্ত হয়ে ছুটে যাও শেষ পর্যন্ত
যা তুমি ভালোবাসতে
তোমাকে আলিঙ্গনে কাছে
টেনে নেয় সজনী
তুমি সহজ হয়ে যাও ওরই লাস্যে
ওরই সাথে আলাপে
তুমি তার দিকে
এমনভাবে চেয়ে থাকো
মনে হয় সজনী উন্মুক্ত হয়েছে
দৃষ্টিকোণে, তোমারই সামনে
আর তুমি তৈরি হয়েছো
প্রাপ্তি প্রদানে, তা সজনীর
সজনীর কাছে তোমার শরীর
শারীরিক নয়
এটা জাতীয় ঐতিহ্য
শরীরী রাস্তার বাঁকে বাঁকে
আনন্দে ভেঙে পড়তে চাও
সজনীর চেষ্টা থাকে নিজের
আত্মনিয়ন্ত্রণের
সে তোমাকেই পছন্দ করেছে
তোমার যা যা আছে
সব কিছু সাথে নিয়ে
তোমার আলো ও অন্ধকার
নিয়ে
তোমার স্বাভাবিক ও বিকৃত মন
নিয়ে
তোমার দিনের নীতি ও
রাতের পাপ বোধ
নিয়ে
তোমাকে
কোন পরিকল্পনা ছাড়াই
কোন ছাঁকনি দিয়ে বাছাই করা ছাড়াই
আর
অনুমতি ছাড়াই
তোমাকে সজনী পছন্দ করেছে
হ্যাঁ, সজনী জানে
আর সে যদি নিজেকে
কোনদিন হারিয়ে ফেলে
তোমাকে খুঁজে পাবে
দুই পায়ের মাঝে
বা দুই ঠোঁটের ফাঁকে
বিচার বুদ্ধি হারিয়ে
তার মন থেকে যায়
নিজেরই কাছে
সজনী তোমাকেই পছন্দ করেছে।
2/7/2025
Amitava Mukherjee
Copyright@ Amitava Mukherjee
Bah khub valo laglo pore
Bah khub valo laglo