
এষাণা-রোদ্দুর
এষাণা: দুপুর থেকে আকাশ
অন্ধকার, মেঘে মেঘে–
বিকেলে বৃষ্টি আসে
এষাণা: আজ আমার
জন্মদিন- 30th–
রোদ্দুরের পরিচয় দেবে–
যারা আসবে পার্টিতে
রোদ্দুর: সন্ধ্যে হতে চলে আসে
কিন্তু কিন্তু ছিল, তা সত্ত্বেও
রোদ্দুর: ভাবছে এষাণার বাবা CEO,
ও নিজেই ত’ অভিজাত
পরিবারের
এষাণা: রোদ্দুর এসো-আমার কি আনন্দ
হচ্ছে, তা’ বোঝাতে পারবো না
রোদ্দুর: তাকিয়ে থাকে মৃদু হাসিতে–
স্বাভাবিক হতে পারেনি আসা মাত্র
এষাণা: কি হলো? ভিতরে এসো
রোদ্দুর: বাড়ীর ভিতরে আসে
রোদ্দুর: বিকাশ ভট্টাচার্যের
দুর্গা সিরিজের ছবি–
চোখ চলে যায়-
রোদ্দুর: তাকিয়ে থাকে–
মনে মনে তারিফ করে
ওদের রুচি বোধে–
এষাণা: রোদ্দুর এদিকে, মা, এই রোদ্দুর
এষাণার মা: greet করে, তুমিই রোদ্দুর
এষাণার মা: বাঃ, তুমি কি করো?
রোদ্দুর: ছবি আঁকি- নিজের স্টুডিও আছে
এষাণার মা: বাঃ, বেশ-
এষাণার বাবা: তুই আয়, সবাই অপেক্ষা করছে–
এষাণা: বাবা, রোদ্দুর-
এষাণার বাবা: তুমি আমার মেয়ের বন্ধু !
তুমি কি ইউনিভার্সিটির অধ্যাপক?
রোদ্দুর: না, আমি ছবি আঁকি, আমার স্টুডিতে—
এষাণার বাবা: ও, তুমি আর্টিস্ট—
এষাণা: বাবা, তুমি কি বলছো, ওর ছবির
এক্সিবিশন হয় ইন্ডিয়ার বিভিন্ন শহরে
এষাণা: এ-বছর ওর ছবির প্রদর্শনী
সরবোন বিশ্ববিদ্যালয়ে, প্যারিসে–
এষাণার বাবা: তুই আয়, ঠিক আছে—
রোদ্দুর: বুঝতে পেরেছে, এই পরিবেশ ওর নয়–
রোদ্দুর: সে বই আর ফুল নিয়ে এসেছিল
রোদ্দুর: ড্রয়িং রুমে বিকাশ ভট্টাচার্যের
ছবির কাছে টেবিলের উপর
রেখে বেরিয়ে আসে–
এষাণা: এষাণার খেয়াল হয় কিছুক্ষণ পর
রোদ্দুর নেই, চলে গেছে-
এষাণা: এষাণা ফোন করতে থাকে,
ফোন switched off—
এষাণা: রোদ্দুর, তুমি ভুল বুঝেছো
জানি, বাবা rude—
এষাণা: রোদ্দুর, আজ-ই তুমি..?
এষাণা: তোমার অভিমান, তোমার তুলির
টানের মতো–
এষাণা: পরদিন সকালে ফোন করে
রোদ্দুর: রোদ্দুরের ফোন বাজে!
এষাণা: তুমি কোথায়, তুমি আসবে আজ?
রোদ্দুর: ক্যালকাটা ক্লাবে এসো—
এষাণা: তুমি কেন চলে গেলে?
রোদ্দুর: আমি rude ব্যবহার সহ্য
করতে পারিনা, refusal নিতে
পারি না—
এষাণা: তুমি ভুলে গেছো—
এষাণা: আমরা দুজনে দেবদারুর গাছের নীচে
হাত ধরেছিলাম
এষাণা: রোদও মুখ ঢেকে ছিল—
তাও তুমি বলবে?
রোদ্দুর: থাক, চা নাও, আমি স্টুডিওতে
ফিরে যাব-
এষাণা: তুমি স্বেচ্ছায় যেতে চাইলেও
তোমাকে স্বেচ্ছায় যেতে দেবো না—
এষাণা আর রোদ্দুর বেরিয়ে আসে—
এষাণা: ফোন করে, বেজে যায়
এষাণা: রোদ্দুরের স্টুডিওতে–
রোদ্দুর: একমনে ক্যানভাসে
তেল রঙ আর ব্রাশের টানে
অবয়ব মুখের আদল পায়
মিস….
এষাণা: চোখে পড়ে, রঙে রঙে
মিস… ক্যানভাস জুড়ে…
এষাণা: দেখতে পায় দেবদারু পাতার
আড়াল থেকে রোদ স্টুডিওতে
রোদ্দুর: রোদ্দুরের সম্বিত ফিরে আসে,
মুখ তুলে তাকায়
এষাণা তুমি এসেছো?
এষাণা: এষাণা চুপ করে তাকিয়ে থাকে
রোদ্দুরের দিকে-
রোদ্দুর: রোদ্দুর ওর দিকে তাকিয়ে থাকে,
ভাবছে সামনে কি আছে—
রোদ্দুর: এষাণা, বেরিয়ে পড়ি—
এষাণা: এষাণা আস্তে করে বলে,
বেরিয়ে পড়ি রোদ্দুর–
রোদ্দুর আর এষাণা ধীরে বেরিয়ে আসে স্টুডিও থেকে
টয়োটা করলাতে ক্যালকাটা ক্লাবের দিকে, লাঞ্চে।
2/5/2023
Amitava Mukherjee
No Comment! Be the first one.