• হাইকু
  • টাঙ্কা
  • হাইবুন
  • পদ্য
  • কাব্য কাহিনী
  • মনেরকথা
  • কাব্য নাট্য
  • ঐতিহাসিক কাব্য কাহিনী

What are you looking for?

Main Menu

  • হাইকু
  • টাঙ্কা
  • হাইবুন
  • পদ্য
  • কাব্য কাহিনী
  • মনেরকথা
  • কাব্য নাট্য
  • ঐতিহাসিক কাব্য কাহিনী
ঐতিহাসিক কাব্য কাহিনী

জয়ী, আয়েশা ও কৌটিল্য-পর্ব-২

Amitava Mukherjee
2 Min Read
2.7K Views
0 Comments
জয়ী:গত দুই-তিন দিন বেশ খারাপ কেটেছে…
আয়েশা:  একরকম ছিল আমার… তোর খারাপ কেন?
জয়ী:     ডিপার্টমেন্টে এসেছিলাম প্রফ RC-র কাছে Recommendation দেবার জন্য, অ্যাপ্লাই করেছি, RC-র কত প্রশ্ন—
আয়েশা:  O really, তোকে এত প্রশ্ন কেন ?
জয়ী:     Apprehension আছে, UG-তে ফ্যাকাল্টি টপ করেও এত প্রশ্ন, PG-তে যে ভালো করবো, তা বিশ্বাস হচ্ছে না…
ছাড়, তোর কেমন কাটল বললি না তো?
আয়েশা:  আস্তে করে বলে কিছু প্রফ এইরকম হয়… আমাকেও প্রফ JB প্রশ্ন করেছে…তবে তেমন কিছু নয়… ওনার recommendation well-accepted ইউনিভার্সিটিতে…
জয়ী:     O really?
আয়েশা:  yes, absolutely… চল কোথায় যাওয়া যাক…
জয়ী:     তোর কাজ শেষ ডিপার্টমেন্টে, আমার শেষ হয়েছে আজকের মতো…
আয়েশা:  হ্যাঁ, ইউনিভার্সিটিতে সেন্ট্রাল লাইব্রেরির সামনে ক্যাফেটেরিয়ায়… 
যদিও ইঞ্জিনিয়ারিং-এর ছেলেদের ভিড়…
জয়ী:     লাঞ্চ টাইম শেষ, I guess, ক্লাসে গেছে ছেলেদের দল…
আয়েশা:  better, ফ্যাকাল্টি ক্লাবে যাই…
জয়ী:Brilliant idea…কিছু প্রফ এসে bore করবে…কাটিয়ে দেব…
আয়েশা:  চল…
জয়ী:     কফি আর স্নাক্স order করে…
আয়েশা:এদিকে দিয়ে যাই…
জয়ী:     কৌটিল্য নিয়ে তুই বল, যেখানে শেষ করেছিলিস—
আয়েশা:  আমরা কোথায় শেষ করেছিলাম যেন…মনে করি
জয়ী:     O really… আমি প্রশ্ন করেছিলাম… 
প্রজাদের tacit সাপোর্ট ছিল …
তুই বলেছিলিস contemporary context-এ study করা যাবে…
আয়েশা:Right! নন্দরাজাকে ক্ষমতাচ্যুত করার পর চন্দ্রগুপ্তের দখলে আসে ঐ সাম্রাজ্য,
আলেকজান্ডার ভারতে আসে সেই সময়…
জয়ী:কৌটিল্যের কি ভূমিকা ছিল, তাই তুই বল
আয়েশা:  মৃদু হেসে বলে to establish relationships among or between countries slowly…
জয়ী:সে তো বুঝতেই পারছি…
আয়েশা:  ইতিহাসে জনশ্রুতি আছে যে চন্দ্রগুপ্ত আলেকজান্ডারের  আগ্রাসন থেকে রক্ষা পেয়েছিল
জয়ী:তা কিভাবে?
আয়েশা:  এইসময় নন্দরাজার সাম্রাজ্য দখল হবার পর প্রজাদের rebellion বা mutiny মাথা চাড়া দেয়, সেই সময় আলেকজান্ডারের আগ্রাসন থেকে পার পায়…
জয়ী:So, mutiny caused popped up among people then…
আয়েশা:  might be… fact liked that চন্দ্রগুপ্ত সামরিক ও রাজনৈতিক তৎপরতায় আলেকজান্ডারের প্রিফেক্ট- নিজেকে Prefect বা Governor হিসেবে রাখতে সফল হয়
জয়ী:এতে কৌটিল্যের ভূমিকা কি? 
আয়েশা:  দক্ষিণ এশিয়ায় আলেকজান্ডারের আধিপত্যে থেকে চন্দ্রগুপ্ত নন্দরাজার সাম্রাজ্যকে পরাজিত করে…
আর আলেকজান্ডারের প্রিফেক্ট হয়ে নিজের কব্জায় নিয়ে আসে নন্দরাজার সাম্রাজ্য…
জয়ী:     satirically বলে নন্দরাজার সাম্রাজ্যকে সরিয়ে চন্দ্রগুপ্তের 
মৌর্য এম্পায়ার শুরু হয়, 
আমার একই প্রশ্ন এতে কৌটিল্যের ভূমিকা কি?
আয়েশা:  আর একটু বলি, তারপরে তোর প্রশ্নের উত্তর দিই?
 জয়ী:             এই তো …
আয়েশা:  মৃদু হেসে বলে, চন্দ্রগুপ্ত মগধের সিংহাসনে ছিলেন, 324 BC-তে আর শাসন চালিয়ে যান 300 BC পর্যন্ত…
জয়ী:এখনকার ওয়ার্ল্ড পলিটিক্স, যেমন রাশিয়া,
চায়না, ইন্ডিয়া, নর্থ কোরিয়া, মিডল ইস্ট কান্ট্রিগুলো, 
এমন কি ইউরোপের  কিছু দেশ— 
প্রায়ই একই রকম…
আয়েশা:  আসছি এই পয়েন্টে—প্রেসেন্ট ওয়ার্ল্ড পলিটিক্স এইভাবেই, অনেক নেশনস-স্টেট, যাকে দেশ বলে সাধারণত,  এই ভাবে চলে…
 জয়ী:    economical situation gets effected and sometimes it goes beyond control in those countries to some extent…it has been observed…
আয়েশা:  হ্যাঁ ঠিক পয়েন্ট highlight করেছিস…এবার কৌটিল্যের contribution বলি…
জয়ী:অনেকক্ষণ ধরে বলবি বলবি করছিস…
আয়েশা:  হ্যাঁ, আস্তে আস্তে বলতে থাকে…
কৌটিল্যের রাজনীতি ও কূটনীতির সাহায্যে, চন্দ্রগুপ্ত মৌর্য এম্পায়ার প্রতিষ্ঠায় সফল হন…
জয়ী:আবার sarcastically বলেতে থাকে…
এক সাম্রাজ্য থেকে আরেক এক নতুন এম্পায়ার…
আয়েশা:  এই এম্পায়ার ভারতে প্রথম বৃহৎ সাম্রাজ্য…
জয়ী:     এখানে কৌটিল্যের ভূমিকা অতুলনীয়…
আয়েশা:  হেসে বলে অফ কোর্স…বলতে থাকে…
এই এম্পায়ার উত্তরে শুধু সমগ্র ভারতই নয়, বিন্ধ্য থেকে
আফগানিস্তান ও মধ্য এশিয়া পর্যন্ত ছিল…
জয়ী:really big empire indeed! 
ওই দেখ RC আসছে…
আয়েশা:  টপিক পাল্টানো যাক—প্রচুর কথা বলবে…
জয়ী:     right!
আয়েশা:  আরেক রাউন্ড কফি বলি…
জয়ী:     কফিতে চুমুক দিয়ে বলে তোর বাড়ীতে কি বলছে তুই অক্সফোর্ড 
যাবি…
আয়েশা:  বাড়ীতে কি আর বলবে, জয়ীর  দিকে তাকিয়ে বলে আমার decision-ই শেষ কথা!
তোর বয়ফ্রেন্ড কি বলছে?
জয়ী:আমাকে লেগপুল করা শুরু হল—
রৌনক বয়ফ্রেন্ড নয়…শুধু ফ্রেন্ড…
আয়েশা:I see!
জয়ী:আজ থাক …RC ঘুরঘুর করছে…
আয়েশা:  তোর প্রতি ওর দুর্বলতা আছে…আর্টস ফ্যাকাল্টিতে সবাই জানে… মুখ টিপে হাসতে থাকে…
জয়ী:বিরক্ত হয়ে বলে থাক না…
এরপর কৌটিল্যে আর  চন্দ্রগুপ্তের সমন্বয়ে তাঁর এম্পায়ার
নিয়ে বল..
আয়েশা:  যেহেতু প্রথম সাম্রাজ্য-নির্মাতা চন্দ্রগুপ্ত মৌর্যের রাজনৈতিক পরামর্শদাতা আর কৌটিল্যের ভূমিকা…
জয়ী:ভূমিকার বিষয়ে কি …
আয়েশা:  ঐতিহাসিক প্রমাণ বৈধ কিনা তাতে সামান্য সন্দেহ থাকতে পারে.. কিন্তু—
জয়ী:     কিন্তু economic contribution আছে ?
আয়েশা:ঠিক, তোর ধারণা ঠিক… তাই  তুই ফ্যাকাল্টিতে টপ, বলেই
জয়ীর দিকে তাকিয়ে থাকে…
জয়ী:     হালকা রেগে বলে লেগপুল বন্ধ কর…
আয়েশা:         হাসতে থাকে…
জয়ী:     আর একটু কৃত্রিম রাগে বলে ভণিতা না করে এরপর কি?
আয়েশা:কৌটিল্যের অর্থশাস্ত্রে সাম্রাজ্য তৈরীর একটি তত্ত্ব ও পদ্ধতি আছে—
জয়ী:তা কি compatible for building empire…
আয়েশা:  absolutely… সাম্রাজ্য তৈরীর সাথে তা সামঞ্জস্যপূর্ণ ছিল…
জয়ী:আমি clarity পেয়েছি কৌটিল্যের কূটনৈতিক চিন্তার সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্য তৈরীর সম্পর্ক…
আয়েশা:প্রাচীন তত্ত্বে ভারতীয় রাজাদের এটা এক প্রদ্ধতি ছিল একছত্র সাম্রজের প্রতিপত্তি বজায় রাখার…
জয়ী:আজকের আলোচনায় কূটনৈতিক তত্ত্ব কিছুটা ধরা গেছে—
আয়েশা:  তাই, আমি আরও বলব, তবে—
জয়ী:আজ থাক, যাওয়া যাক—RC এখনও বসে আছে…
আয়েশা:হাসি চেপে বলে তোর জন্য…
জয়ী:বেশী, বেশী—
আয়েশা:কালকে দেখা হবে–
জয়ী:     বেরিয়ে যাবার সময় RC-কে Bye বলে এগিয়ে যায়..
আয়েশা:কাল আমরা Tea Boutique-এ…

পর্ব-(2)  শেষ …ধারাবাহিক চলবে

Please share this article if you like it!

Link Copied!
Written By

Amitava Mukherjee

Academician and Writer

Other Articles

Previous

এক বিরল ‘হ্যাঁ’-র জন্য

Next

ভারতবর্ষ বুদ্ধ পূর্ণিমার রাতে  

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

All Right Reserved! Concept: Kaushik Bhattacharyya, Illustrations: Sumit Sanyal