জয়ী, আয়েশা ও কৌটিল্য
পর্ব-১ আয়েশা: আয়েশা বুদ্ধিমতি, আস্তে খোলামালা কথা বলে, কিন্তু...
কৌটিল্যের অর্থশাস্ত্রকে আধুনিক সময়ের ঐতিহাসিক কাব্য কাহিনীর ধাঁচে আমি ভিন্ন ভিন্ন পর্বে লিখেছি। কৌটিল্যের লেখার মূল আখ্যান ৩০০ খ্রিস্ট পূর্বের আগেকার চরিত্র, ঘটনাকে ধরে রেখে এখনকার গুরুত্বপূর্ণ ঘটনা, চরিত্র বা সময়কালকে আমি কাব্য কাহিনীতে লিখেছি। তবে কাব্যিক উপাদান এবং নাট্যশৈলীর সংমিশ্রণ আছে যা সেই সময়ের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতাকে তুলে ধরেছি দুই চরিত্রের গল্প করার মধ্যে দিয়ে এই কাব্য কাহিনীতে। একে ঐতিহাসিক বলেছি কারণ কৌটিল্যের অর্থশাস্ত্রকে নির্দিষ্ট ঐতিহাসিক সময় বা ঘটনা নিয়ে লেখা হয়েছিল।