ফাহিমা আর অয়ন
পর্ব-১ অয়ন: অয়ন দিল্লির প্রবাসী বাঙালীমধ্যবিত্ত পরিবারে বড় হয়েছে ফাহিমা: ফাহিমার জন্ম কলকাতায়,মা...
কাব্য নাটক (কাব্যনাট্য বা Verse Drama) হল আমার এক নাট্য রচনা পদ্য, গদ্যে সংমিশ্রণ যা ডায়লগের ভাষায় লিখেছি। কাব্য নাটকের বৈশিষ্ট্যগুলো যেমন কাব্যিক ভাষা, সৌন্দর্যপূর্ণ বর্ণনা এবং গভীর ভাবনা তা আমার কাব্য নাটকে প্রকাশ করেছি। যদিও কাব্য নাটকের ভাষা সাহিত্যের জন্য লেখা হয়েছে, তা মঞ্চস্থ করার জন্যও উপযুক্ত। আমার কাব্য নাটকের চরিত্রে আবেগ, মনস্তত্ত্ব এবং দার্শনিক ভাবনার দিকগুলো প্রকাশ করেছি।