Browse Category

পদ্য

আমার পদ্য বা কবিতা যা গতানুগতিক ছন্দ, অলঙ্কার, এবং কাঠামোর বাইরে গিয়ে নতুন ভাবনা, অনুভূতির প্রকাশ যা আমার সুররিয়ালিস্ট ভাবনা-চিন্তার বহিঃপ্রকাশ। প্রথাগত নিয়ম ভেঙে আমার ব্যক্তি স্বাধীনতা খুঁজে নিই আমারই কবিতার মধ্যে। দৈনন্দিন জীবনের অকিঞ্চিৎকর ওঠানামা, নানা সমাজিক সম্পর্কের বহু কেন্দ্রবিন্দুর টানাপড়েন, ব্যক্তিগত অনুভূতি এবং মনস্তাত্ত্বিক দিকগুলো আমার কবিতায় বজায় রাখার জন্য যত্ন সহকারে আমি সর্বদাই সচেষ্ট ছিলাম। আমি সবসময়ই সচেষ্ট ছিলাম ভাষা সহজ এবং কথোপকথনের ন্যায় প্রবাহমান হয় আর এর গভীরতা বজায় থাকে। আমি আরও সচেষ্ট ছিলাম প্রতিটি কবিতার শব্দ চয়ন, তার উচ্চারণের ধ্বনি আর শ্রুতিমধুরতা বজায় রাখার জন্য।

16 Articles