
রাকা কাঞ্চিভরমে ও হাড়কাটা
বৌবাজার থেকে বি বি গাঙ্গুলি স্ট্রীট দিয়ে হেঁটে যাচ্ছে হাড়কাটার দিকে, গাড়ি ছেড়ে দিয়েছে আগেই। বীরেন বাবু। এই রাস্তার অনেকে কেন্দ্রবিন্দু আছে, চেনা পরিধি নেই। বিনু ব্যাপারীর সাথে দেখা, কাছে এসে প্রশ্ন করে ভুরু নাচিয়ে, কোথায় যাচ্ছ? উত্তর না দিয়ে বীরেন বাবু চোখের ইশারায় জানায় ঐ দিকে, এগিয়ে যেতে যেতে প্রশ্ন করে তোমার সোনাদি আর আসছে না—
দুই পাশে হাড়-হাভাতের দল বীরেন বাবুর গায়ে এসে পড়ছে। এটা আর এক কেন্দ্র বিন্দু, পরিধি কতদূর …জানা নেই বাবুর।
বীরেন বাবু এগিয়ে যায় … হাড়কাটার সামনে BMW এসে থেমে যায়—দেখতে পায় রাকা ও র্যামিকে…আমাকে দেখে গাড়ি দাঁড় করিয়েছে, রাকা নেমে আসে…
প্রশ্ন করে sweetheart কোথায়?
হাড়কাটায়…
What হাড়কাটা?
র্যামি জানে। আমি আর Channel-র গন্ধ নিতে পারি না… তাই এইদিকে… আজ তুমি যাও।
তুমি আমার ফ্লাটে আসবে? … 12th ফ্লোরে থাকি।
আজ তোমার কেন্দ্র বিন্দু ওখানে…পরিধি জান কতদূর পর্যন্ত?
What? You are talking very differently, you know sweetheart…
কাঞ্চিভরমে
রাকা, ননদিনীর চাঁদ-হাটে
মেরুন টিপে।
1/12/2023
Amitava Mukherjee
Copyright@Amitava Mukherjee
No Comment! Be the first one.