
আমি সেই মেয়ে সুনি

একে অপরকে চিনি না
কোথাও শুয়ে আছি...
আমার নিয়তিতে তোমারই আসা
হয়তো এটা বিশেষ কিছু আমারই জীবনে
তোমাকে ধন্যবাদ জানাই
শেষ দিন অব্দি
আমার হতাশা, আমার দুঃখ
আমার দৈনন্দিন জীবনযাপনের জন্য
যে অর্থের দরকার
নিজেকে মেলে দিইনি তার জন্য
ওদের কাছে
যে অর্থ কাজে লাগে না
সেই দান আমার ভেতর থেকে
নিতে দেয় না
তুমি এটা ভেবো না যে
তোমার সঙ্গে আমার সম্পর্কের ভাগ দিয়েছি
তোমার দানের জন্য নয়
আন্তরিক ভালোলাগার স্বস্তিতে
আমি নিঃশ্বাস নিতে চাই
তোমারই সাথে একই সঙ্গে
এই টান
এই মেলামেশা
এই গল্পকথা
এই কাছে আসা
ধরে রাখবো ওইটুকুই
তোমাকে আপন করে
কাছে পাওয়া
আমারই পৃথিবীতে
আমারই গ্রহণে
আমি জোরের সাথে বলি
তুমি এসেছো আমারই অহং ছুঁয়ে
অনন্ত অন্তরের আবশ্যকতা থেকে
সে চলে যাবার পর
আমার দেখা ও অদেখা ভাগ্য
দুঃখ দিয়েছে পর্বে পর্বে
দাঁড় করিয়েছে চেনা মুখের
অজানা চাহনির সামনে
অচেনা ও অজানা সময়ে
সে জানতে পারে না
আমার চোখ তারারা চেয়ে থাকে
আয়নার দিকে
জল বিন্দু গড়িয়ে যায়
কলাপাতার উপর দিয়ে
ভবিতব্য না জেনে
আমি সেই মেয়ে সুনি
আমার মনের গোপন ভালোলাগা
নিজেরই মাঝে
এক মেয়ে তাই চেয়ে থাকে
যেমন রোদের আলোতে মন জানে শুধু
আমার মনের কতটা গভীরে পৌঁছেছে
রোদ্দুর জানতে পারেনা তার কত আলো
তাই আমি দেখাই না
স্বাধীন চলার
সহজ চলায় আমার উচ্ছ্বাস
আমার এই সহজ চলায়
নীলকুরিঞ্জি ফুল ফুটে উঠে
বেগুনি-নীল রঙে ঢেকে যায় মুন্নারের
পাহাড়গুলোতে
বারো বছরের পরে পরে
সবার নজর কাড়ে
আমি তোমার কাছে এসেছি
সহজ মেয়ে হয়ে
তিরুবতীর দিনে মুন্ডো পরিধানে
তিরুভাথিরা নক্ষত্রের রাতে
অন্য যুবতীদের সাথে নৃত্যের
শেষে
আমারই প্রেমে, আমার সমর্পণ
তোমারই কাছে
আমি নিজেকে ধন্যবাদ দিই
আমরা একে অপরের সাথে
দেখা করিনি কেন এতদিনে?
আমার ভয় হয় তুমি কি
আমাকে নষ্ট মেয়ে মনে করো?
আমি সুনি
স্বাধীন চলায়, সহজ চলায়
তিরুবতীর রাতে নৃত্যের শেষে
আমারই জন্য
তিরুভাথিরা নক্ষত্র অপেক্ষায় থাকবে
একে অপরকে না চিনে
আমরা কোথাও শুয়ে আছি।
12/6/2025
Copyright@ Amitava Mukherjee
খুব ভালো লাগলো, আরও ইচ্ছা প্রকাশ রইলো কবিতা পড়ার 🙏🙏🙏
Sure! Thank you!