
এটা কোন কল্পনা নয় ঘনাদা

ঘনাদা
তুমি কি
মনে করতে পারো
তাদেরকে
যারা আর বেঁচে
নেই
তুমি
কি মনে করতে
পারো
তাদের সাথে শেষ কবে
দেখা করেছিলে
যখন ওরা বেঁচে ছিল
তুমি মাইক্রোস্কোপের
নিচে
স্লাইডগুলোতে
চোখ রেখে
অনেক তুচ্ছ
ছোটো ছোটো কথাগুলোকে
নিজের মধ্যে কাটাছেড়া করতে করতে
ওদের মুখগুলো মনে পড়ে
ভাবতে থাকো ওদেরকে কেন তাচ্ছিল্য করতে
ওই মাইক্রোস্কোপের নিচে
স্লাইডে চোখ রেখে
তুমি জানতে পারো ঘনাদা
রাধিকাকে আর প্রসবের
বেদনা সহ্য করতে হবে না
ওর এই তৃতীয় বিয়েতে
আগামী প্রজন্মকে
রাধিকাকে আর স্কুলে
নিয়ে যেতে হবে না
এইবারে
মুখ ফুটে কিছু
বলতে পারবে না রাধিকাকে
তুমি এখনও বড়ো সেকেলে
ঘনাদা
তোমার মাইক্রোস্কোপ
তোমার মন
এইরকম—
লকার রুমের মতো
তুমি কি আটকে
রাখতে পারবে রাধিকাকে
তোমার
বেঁচে থাকার মধ্যে
ও অন্য কারোকে আবার
ভালোবাসবে
ওর ভালোবাসার শেষ নেই
ওর ভালোবাসা নিখুঁতও নয়
ঘনাদা যখন তুমি ভাববে রাধিকার
কথা
মাইক্রোস্কোপের নিচে
স্লাইডগুলোকে দেখতে দেখতে
মনে পড়বে
তোমার দেওয়া নেওয়া
রাধিকার সঙ্গে
রাধিকা
দেবী ছিল না
রাধিকা রাধিকাই
রাধিকা তোমার কোন কল্পনা নয় ঘনাদা
এটা তুমি জানতে।
23/2/2025
Amitava Mukherjee
Copyright @ Amitava Mukherjee
খুব ভালো হয়েছে অমিতাভদা
Thank you, Bhaskar!