
ভাঙা টেবিল, সমুদ্র ও যূথিকা

যূথিকা খেয়াল করেছে
সমুদ্র কমজোরি হয়ে যাচ্ছে
ভাঙা টেবিলের মত
সমুদ্র নিজের পকেট খালি
করতে শুরু করেছে
সাদা ফেনা ও ছোটো ছোটো
ঢেউগুলোকে তীরে ছেড়ে এসে
লম্বা লম্বা জটের মতো সামুদ্রিক
গুল্মলতার মালাগুলো
খুলে ফেলেছে
তীর থেকে ফিরে যাওয়ার সময়
আর নিয়ে যায় না ওই মালাগুলোকে
যূথিকার পীড়াপীড়িতেও নয়
ভাঙা টেবিল
শাঁখের পেপার ওয়েট দিয়ে
সমুদ্রের সাথে মেলামেশাকে
চেপে রেখে
হাতির দাঁতের পেপার কাটার দিয়ে
সমুদ্রের সাথের সম্পর্কগুলোকে
কাটতে শুরু করেছে
যূথিকা এই গল্পের দীর্ঘ সম্পর্ককে
শুধুমাত্র দেখতে থাকে
ধীরে ধীরে শেষের দিকে যেতে যেতে
তারা একে একে ভাঙা টেবিল
থেকে সরে যায়
একে একে ছেড়ে দেয় ওদেরকে
সমুদ্র তীরেতে
ঝিনুকে আচ্ছন্ন পাথর
যূথিকাকে প্রস্তাব দেয়
ভাঙা টেবিলের পা-গুলোকে
সারিয়ে দিতে
যূথিকা ভাবতে থাকে
আমি কি নেবো
আমার নিজের প্রজ্ঞা মেনে
ভাঙা টেবিলকে না কমজোরি সমুদ্রকে
যদিও আগামী ঘণ্টা
পুরো মিনিটকে মেনে নিয়ে এগিয়ে যাবে
সমুদ্রের মনে গায়কের
সেই হট গানের
গানে
তার মন বিদ্যুতের মতো সাড়া দেয়
যত গান বাজবে তাতে কিছু নয়
কুয়াশার চাদর সমুদ্রকে ঘিরে থাকে
আর কুয়াশার নীল
ঘণ্টা বাজতে থাকে সমুদ্রের তীরে
যূথিকাকে ভাঙা টেবিল মানবে না
যূথিকা নিজেকে মেনে নিয়েছে সকালে
ভাঙা টেবিলের একার সকালকে
যূথিকা ও সমুদ্র মেনে নিয়েছে...
3/3/3025
Amitava Mukherjee
Copyright @ Amitava Mukherjee
Juthikar thekeo beshi valo laglo somudroke tar bivinno karjokolap er tulonar buddhidipto bornona
thank you!