
চল্লিশ বছর ধরে কাগজটা সাদাই ছিল

চল্লিশ বছর ধরে
কাগজের পাতাগুলো সাদাই
আছে
দীপিকা তোমারই হাতে
তুমি চেষ্টা করেছো
অক্ষরগুলোকে ভালো রাখতে
তারপর ওদের একা একা ফাঁকা থাকাকে
সহ্য করতে না পেরে
কার্লভাটে ফেলেও দিয়েছো ওদেরকে
ওই কার্লভাটের অন্ধকার
থেকে
অনেক অক্ষরই
মোমবাতির ছোটো ছোটো শিখা হয়ে
উঠে আসে
একটা পাতায় নয়
অনেক পাতায়
ভরে উঠেছে ওই অক্ষরগুলো
নানা কৌতুকে ওই পাতায় পাতায়
দীপিকা তোমার সাথে
ওই অক্ষরদের মেলামেশার
খাতিরে
ওরা নিজেদেরকে ছড়িয়ে
দিয়েছে আরো অনেক পাতায়
ওদের সাথে তোমার মাসিক
জুম মিটিঙে
ওরা ওদের মনকে
লুকিয়ে রাখে
নিজেদের থেকে দূরে
সোজা লাইন ছেড়ে দিয়ে
নানা রকমের আঁকাবাঁকা লাইনে
দীপিকা ওই সকালে হিসেব মতো
সময় করে
ওই অক্ষরগুলোর পৃথিবীতে
ফিরে আসার রাস্তায়
আমি দাঁড়িয়ে ওদের দেখতে
দেখতে
ভাবতে থাকি—
তুমি সিক্ত মনে
সুন্দর সহজ ভাষায়
যা লিখেছো
তা—
এক নদী নয়
কোনো গাছ নয়
বা সবুজ মাঠও নয়
এমন কি
কালো পিঁপড়েদের
হেঁটে যাওয়াও নয়
তোমার স্বাভাবিক বিনয়ে
একদিন থেকে আরেকদিনে
তোমার লেখায়
সোনালী পাতায় বর্ণনা
থাকে
ওই অক্ষরগুলোকে নিয়ে
নানা গল্পকথা
সাদা কাগজে চল্লিশ বছরের পর
তোমারই দীপিকা
চল্লিশ বছর ধরে কাগজটা সাদাই ছিল।
24/2/2025
Amitava Mukherjee
Copyright@ Amitava Mukherjee
Darun
Thank you!