
উজানে লেখা আছে

মেঘনার লম্বা চুলের চারপাশে
বাতাসের জরি
ঘিরে থাকে
মোমবাতির স্বপ্নে
মেঘনা কখনও ভাবেনি
ওর সারিবদ্ধ
ভালোলাগার
মন্দলাগার
কাহিনী
উজানে লেখা থাকবে
বাদামী
বা লালচে বাদামী রোদ্দুর
ভীমা নদীর ওই উজানে
আগুনের শিখার মতো আলোর ঝরনা
ওর বেণীতে
মেঘনা হাতে নেয় এক
সিগারেট
বালি ও পাথরের সাথে মিশে থাকা বিকেল
বিকেল হয় চায়ের কাপে
ও হাঁটতে থাকে উজানকে
পাশে নিয়ে
মেঘনার হাত কত সহজে
ধরে ছিল উজান
মেঘনা পিছনে ফেলে আসে
ভীমা নদীর উজান
সন্ধের আবছা আলো
ওর সাথেই থাকে
নিথর গনগনে আঁচে
আগুনের লালসা আছে
কোমল কয়লার কাঁপুনি আছে
জাগিয়ে তোলে উনুনের তাপ
দালানে
মেঘনার শরীরে
পাক খাওয়ায়
পৃথিবীর ভালো-মন্দের রেশ
মেঘনাকে ছেড়ে যায়
ভালো-মন্দের
আগলে রাখা
ঘটনাগুলো
ওরই কাছে একাকার
হয়ে যায়
মেঘনার
ভালোলাগার
মন্দলাগার কাহিনী
উজানে লেখা আছে...
21/2/2025
Amitava Mukherjee
Copyright @ Amitava Mukherjee
Nicely crafted.
Thank you!
অসম্ভব সুন্দর
Thank you!
ভালো লাগছে এই প্রেম
Thank you!
খুব ভালো কবিতা। বারবার পড়ার মতো।
Thank you!