
দুই মেয়ের প্রেম
পর্ব-১ ও পর্ব-২
পর্ব -১
এই গোলাপ হাজার শব্দের কাহিনী নিয়ে এসেছে
জয়ী অর্পিতাকে
লাল গোলাপ
দিয়ে বলে
তুমি নীরব সুন্দরী
তোমার wit সবাইকে
ছাড়িয়ে যায়--
তুমিই তো বলো তুমি
এইরকম কিছু নও--
তোমাকে জয়ী ঠিক
কথাই বলে
তুমি শুধুই উদাসীন
এক মেয়ে
তুমি যা
তাই-ই তুমি
নিজের মতো—
এই গোলাপ
তোমারি-ই, জয়ীর-ই--
তুমি
আমার কাছে
এইরকম-ই
তোমাকে ভাললাগা
এইরকম-ই
তুমি সুন্দরী তোমারি
মতো
তোমার wit
তোমারি মতো
তোমার বুদ্ধি
তোমার কাজকর্ম
তোমারই মতো
তুমি এইরকম-ই
লাল গোলাপ
তোমার কাছে
নিয়ে আনে
যা তুমি
তাই
আর
তোমার নিঝুম
মেয়েলি ভাষা
আমারি কাছে
এর বেশী কিছু নয়
অর্পিতা একাই তুমি
কোনো প্রত্যাশা ছাড়া
এগিয়ে নিয়ে
গেছো নিজেকে
কোনো বিস্ময়ে
কোনো সংজ্ঞায়
তোমাকে ধরা
যায় না
অর্পিতা তুমি
আমার গোলাপ
হাতে করে নাও, আমার
হাজার প্রশংসার সাথে—
জয়ী তোমার সাথে জয়ী
হয়ে আছে, যেমন তুমি
অর্পিতা হয়ে আমার সাথে
এই গোলাপ হাজার
শব্দের কাহিনী নিয়ে
এসেছে
তোমারি কাছে।
সে তাকেই ভালবাসে
পর্ব-২
একাকী গাছের আমন্ত্রণে
আপন মনে সে
বারান্দায় বৃষ্টিতে
উমুক্ত করে দুই হাত
উন্মুখ মন প্রত্যাশায়
মেহেন্দিতে
জলের কণা, জলের কণা
কণা মালা হয়ে
জড়িয়ে থাকে গলায়
নেমে আসে বুক অব্দি
ফিরে যাওয়া বৃষ্টি
ঠোটে দেয় চুমু
কাছে টানে শরীর
জয়ী নিজের মতো
কাছে আসে
বৃষ্টির কণামালা নিয়ে
অর্পিতা ঠাহর করতে
পারে
বৃষ্টির আগাম অভ্যর্থনা
একাকী গাছের আয়েশী
বিলাসে
বৃষ্টিতে ভেজা জয়ী
কণামালা বুক ছাড়িয়ে--
কাছে টেনে নেয় অর্পিতা
জয়ীকে
সে ভালবাসে তাকে
বৃষ্টিতে মিলিয়ে যায়
কণামালা--
তারা চন্দ্রিমাতে –
অহংকারী ভালবাসায়
তারাই শুধু।

পর্ব-(২) শেষ …ধারাবাহিক চলবে
8/5/2025
Copyright@ Amitava Mukherjee
Khub bhalo laglo
Thank you!
Porer lekha r jonyo opekhha kore bose achi
Sundor experiment korchen..
Thank you! The part-3 will be posted soon!